Skip to content

কোনো দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, সরকার চেষ্টা করছে: ওবায়দুল কাদের

    কোনো দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, সরকার চেষ্টা করছে: ওবায়দুল কাদের prothomasha.com

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না থাকলেও সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার নিষ্ক্রিয় নয়। কাদের বলেন, সরকারকে বিব্রত করতে রমজান মাসে সিন্ডিকেট থাকতে পারে। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় কাদের এসব কথা বলেন।

    কাদের বলেন, ‘সিন্ডিকেটের পেছনে বিএনপি জড়িত থাকতে পারে। আমাদের এটা দেখতে হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনসহ বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে, এখন তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে।’ শেখ হাসিনা সরকারের সব কাজের কথা জনগণকে অবহিত করে বলেন, ‘সারা বিশ্বে সংকট চলছে, বাংলাদেশও তা মোকাবেলা করছে। কোনো দেশেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই, কিন্তু সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার নিষ্ক্রিয় নয়।

    সড়ক পরিবহন আইনের সংশোধন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নতুন সড়ক পরিবহন আইনের সংশোধনী প্রস্তাব করা হয়েছে, এটি আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করবে এবং আরও অনেক প্রক্রিয়ার পর আইনটি পাস হবে, এ বিষয়ে বলার কিছু নেই। এটা এখন।” উপসচিব সায়েম খান প্রমুখ।