ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কুমারগঞ্জ বাজারের সামনে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ইসমাইল হোসেন বালিয়াডাঙ্গীউপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের বাসিন্দা জমিরুলের ছেলে। তিনি লাহীড়ি ভূমি রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
নিহতের চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ‘ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। আর কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে দুই ভাই কামাল ও শাহজামাল মিলে গাছ কাটছিলেন। এ সময় গাছটি হঠাৎ সড়কে তার মাথার ওপরে পরে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আহত অবস্থায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘সড়কের ধারে গাছ অর্থাৎ সেটি সরকারি জায়গার গাছ। সড়ক ও বন অধিদপ্তরের কোনো অনুমতি না নিয়ে এভাবে গাছ কেউ কাটতে পারে না। এ ছাড়া যারা গাছ কাট ছিলেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।’
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারের অভিযোগ পেলে আই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।