সুরক্ষিত গুদাম থেকে স্বর্ণ চুরি জানাজানি হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উলটো ধামাচাপার সুযোগ দেয় ঢাকা কাস্টম হাউসের কয়েকজন ঊর্ধ্বতন শুল্ক কর্মকর্তা। দুই অতিরিক্ত ও দুই যুগ্ম কমিশনারের নির্দেশে, ৮০ লাখ টাকার স্বর্ণ কিনে গুদামে জমা দেন সহকারী রাজস্ব কর্মকর্তা এআরও শহিদুল ও সাইদুল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইর অগ্রগতি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
গত বছরের ৬ আগস্ট বিমানবন্দরে কাস্টমসের মূল্যবান পণ্যের সুরক্ষিত গুদামের দায়িত্ব পান এআরও মাসুম রানা ও আকরাম শেখ। ১৭ আগস্ট তারা আগের এআরও শহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম শাহেদের কাছে চাবি বুঝে নেন। মালামাল বুঝিয়ে দেওয়ার সময় ৬টি আটক নথি-ডিএমের স্বর্ণ দিতে পারেনি শহিদুল ও সাইদুল।
দুই দিনের মধ্যে স্বর্ণ ফেরত দিতে শহিদুল ও সাইদুলকে চাপ দেওয়া হয়। কিন্তু কাজ হয়নি। পরে এডিসি ফরিদ উদ্দিন ও মশিউর রহমান, যুগ্ম কমিশনার ইমতিয়াজ ও মিনহাজের পরামর্শে স্বর্ণ কেনার উদ্যোগ নেন শহিদুল ও সাইদুল। আজিজ নামের এক ব্যক্তিকে ধরেন তারা। দুজনে ৪০ লাখ করে মোট আশি লাখ টাকা দেন। ২৩ আগস্ট আজিজ স্বর্ণ নিয়ে বিমানবন্দরে আসেন। এভিয়েশন সিকিউরিটির এক কর্মী স্বর্ণ পৌঁছে দেন শহিদুলের কাছে। যুগ্ম কমিশনার ইমতিয়াজ ও মিনহাজ এবং ডেপুটি কমিশনার সেগুফতা মেহজাবিনের উপস্থিতিতে স্বর্ণ জমা হয় গুদামে।