বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 5ম এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে আবেদন করা হয়. আজ বৃহস্পতিবার আবেদনের শেষ দিন। আপনি এই দিন দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এর আগে গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৯৬ হাজার ৭৩৬টি শিক্ষক নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯৬ হাজার ৭৩৬টি পদের মধ্যে স্কুল ও কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।
এই আবেদন প্রক্রিয়া 17 এপ্রিল দুপুর 12টা থেকে অনলাইনে শুরু হয়েছিল, যা আজ 9 মে শেষ হবে। আগামীকাল 10 মে দুপুর 12টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। প্রার্থীদের বয়স 1 জানুয়ারি, 2024 তারিখে 35 বছর বা তার কম হতে হবে। পঞ্চম, এই পাবলিক বিজ্ঞপ্তিটি 31 মার্চ প্রকাশিত হয়েছিল, তবে প্রার্থীর বয়স এই বছরের 1 জানুয়ারি থেকে গণনা করা হবে। আবেদনের ফি: সমস্ত আবেদনের জন্য আবেদনকারীকে 1000 টাকা (এক হাজার) নির্ধারিত ফি দিতে হবে। নির্ধারিত ফি প্রদান না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা http://ngi.teletalk.com.bd বা http://www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
prothomasha.com
Copy Right 2023