বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী চার বছরের মধ্যে দেশের অন্তত ৮০ ভাগ গ্যাস সংযোগে প্রিপেইড মিটার স্থাপন করা হবে। এতে গ্যাসের অবৈধ ব্যবহার ও অপচয় ঠেকানো যাবে বলে মনে করেন তিনি। শনিবার সকালে সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা চাই, যতো দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। এজন্য অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি কোম্পানিগুলোকে। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে চায় সরকার। বিশ্বব্যাংক, এডিবিসহ নানা সংস্থা অর্থায়ন করতে আগ্রহী হচ্ছে। ফলে, প্রায় ৩০ লাখ প্রিপেইড মিটার বসানো সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের গ্রাহক ২ লাখ ২১ হাজার। এরই মধ্যে ৫০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার দিয়েছে তারা। আরও দেড় লাখ মিটার স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি গতবছর নিট মুনাফা করেছে ১২৫ কোটি টাকা।
নসরুল হামিদ বলেন, জালালাবাদের সার্ভিস দেখে আমি সন্তুষ্ট। তাদের কোন সিস্টম লস নেই, কোন অবৈধ সংযোগও নেই। ডাটা সেন্টার দেখলাম। চমৎকার মনে হয়েছে।এর আগে প্রতিমন্ত্রী প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন।
prothomasha.com
Copy Right 2023