৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুনসূচি অনুযায়ী- আগামী ৯ জুলাই থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (আবদুল্লাহ আল মামুন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি কমিশন সচিবালয়ের ২৯ এপ্রিলের বিজ্ঞপ্তিটি আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে।
পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী নিম্নোক্ত তারিখ ও সময়ে আগামী ৯ জুলাই থেকে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হবে।এর আগে গত ৩০ এপ্রিল ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করে পিএসসি। যেখানে ৮ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয়।
prothomasha.com
Copy Right 2023