মানহানিকর মন্তব্য করার অভিযোগে চিত্রনায়িকা তমা মির্জা ও মিষ্টি জান্নাত একে অপরকে ৩০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। অবশেষে সেই বিবাদ মিটল বিনা পয়সায়। গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে দুই নায়িকার দ্বন্দ্বের অবসান করেন সমিতির সভাপতি মিশা সওদাগর।
এ সময় তমা মির্জা বলেন, ‘মিষ্টি আমার ছোট বোন, তার ভুল আমি ক্ষমা করেছি। আমরা একে অপরের উপর নির্ভরশীল, তাই আমরা আমাদের সংগঠন শিল্পী সমিতির কার্যালয়ে বসে আমাদের দুজনের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেছি।’
মিষ্টি বলেন, ‘তমা আপু আমার বড় আপু, আমাদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল। সেই বিষয়ে আমিও ক্ষমাপ্রার্থী। আমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে সমঝোতা করলাম।’
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘তমা মির্জা ও মিষ্টি জান্নাত দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরেছে। মধ্যস্থতাকারী হিসেবে আজ শিল্পী সমিতি তাদের বিষয়টি সমাধান করেছে। দিন শেষে আমরা সবাই শিল্পী। আমরা এক পরিবারের সদস্য। সবাই আনন্দ নিয়ে ঘরে ফিরতে পারাটাই সবচেয়ে বড় বিষয়।’
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসম্মুখে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠান তমা মির্জা। পাল্টা জবাবে তমার দেওয়া নোটিশকে অসত্য উল্লেখ করে তা প্রত্যাহার ও তিনদিনের মধ্যে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গেল সোমবার আইনি নোটিশ পাঠান মিষ্টি জান্নাত।
prothomasha.com
Copy Right 2023