আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারের জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। গতকাল বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনকালে ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ এবং স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। তারপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।স্বাধীনতা দিবস উদযাপনে ২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে থাকেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনতা স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানায়।
prothomasha.com
Copy Right 2023