ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৮ রানে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের ঝড়ো ফিফটিতে প্রথমে ব্যাট করা অজিরা ১৯.৩ ওভারে ১৭৯ রান করে। জবাবে ইনিংসের ৪ বল বাকি থাকতে ১৫১ রানে গুটিয়ে যায় ইংলিশরা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
গতকাল বুধবার সাউথাম্পটনের দ্য রোস বোলে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ইংল্যান্ডের কোনো ব্যাটারই নিজেদের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ২৭ বলে ৩৭ রান করেন লিয়াম লিভিংস্টোন।অজি বোলারদের মধ্যে শন অ্যাবোট সর্বোচ্চ ৩টি উইকেট পান। এছাড়া জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট দখল করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারের মধ্যে ৮৬ রান তোলে অস্ট্রেলিয়ান দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও ট্রাভিস হেড। লিভিংস্টোনের বলে আউট হওয়া শর্ট ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করেন। তবে তাণ্ডব চালানো হেড ২৩ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৫৯ রানের দারুণ ইনিংস খেলেন। এছাড়া জশ ইংলিস ২৭ বলে ৩৭ রান করেন।ইংলিশ বোলারদের মধ্যে লিভিংস্টোন ৩টি উইকেট লাভ করেন।
prothomasha.com
Copy Right 2023