মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের সেনাপ্রধানকে লক্ষ্য হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। গতকাল শনিবার ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, গাজায় খান ইউনিসে হামাসের সামরিক প্রধানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮৫ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
২০ জন নিহত হলেও ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, হামাসের সেনাপ্রধান মোহাম্মদ দেইফের নিহত হবার ব্যাপারটি নিশ্চিত নয়।গাজার প্রশাসন জানায়খান ইউনিসের নাসের হাসপাতালে ২০টি মৃতদেহ ও ৯০ জন আহত ব্যক্তিকে আনা হয়েছে। তাদের কাউকে কাউকে অন্যান্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তবে কতজন স্থানান্তর হয়েছে তার চূড়ান্ত সংখ্যা জানানো হয়নি।গাজার মিডিয়া অফিস জানায়, বেসামরিক জরুরি সেবার সদস্যসহ অন্তত ১০০ জনের মতো নিহত ও আহত হয়েছেন। তবে দেইফের ব্যাপারে হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আবু জুহরি ইসরায়েলের এই দাবি নিশ্চিত করেন নি। তিনি বলেন, ‘তাদের দাবী অর্থহীন এবং এর লক্ষ্য এই ভয়াবহ গণহত্যাকে ন্যায্যতা দেওয়া। নিহতরা সবাই বেসামরিক নাগরিক। এখানে যে গণহত্যা ঘটছে তা যুক্তরাষ্ট্রের সমর্থন ও বাকি বিশ্বের নীরবতার কারণেই।’
prothomasha.com
Copy Right 2023