ইরানে গুপ্তহামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়া। এখনো দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ইসরায়েল। হত্যাকাণ্ডের পর প্রথম ইসরায়েলের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।আজ বুধবার সকালে ইরানের সংবাদমাধ্যমগুলোর খবরে ইসমাইল হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ইরানের রাজধানী তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জানায়, নিয়া যে ভবনটিতে অবস্থান করছিলেন সেখানে হামলার ফলে একজন দেহরক্ষীসহ হানিয়া নিহত হন।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা রাষ্ট্র হানিয়ার হামলার দায়স্বীকার করেনি। তবে গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধসহ দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বৈরি সম্পর্ক থাকার কারণে ধারণা করা হচ্ছে ইসরায়েলই এই হামলায় জড়িত রয়েছে।ইসরায়েলের ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু বলেন, ‘এভাবেই পৃথিবী থেকে বাবর্জনা পরিষ্কার করতে হয়। আর কোনো কাল্পনিক শান্তিচুক্তি বা আত্মসমর্পণ নয়, আর কোনো দয়া নয়।’তিনি আরও বলেন, ‘এমন আঘাতের মাধ্যমেই শান্তি নিশ্চিত হবে ও শান্তিতে থাকার শক্তি বৃদ্ধি হবে। হানিয়ার মৃত্যু পৃথিবীকে আরেকটু সুন্দর করল।’
prothomasha.com
Copy Right 2023