আফ্রিকার দেশ হাইতিতে গ্যাসবাহী একটি ট্রাক বিস্ফোরিত হয়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৪০ জন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কোনিল ওই জায়গা পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে বিশেষ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।তিনি বলেন, ‘আমরা ভয়ংকর এক ঘটনা প্রত্যক্ষ করলাম। আহতদের অনেকেই মারাত্মক জখম হয়েছেন।’
ঘটনস্থলে দ্রুত গিয়ে আহতদের অ্যাম্বুলেন্সর মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সরকার। আহতদের বেশিরভাগই পুরুষ। এ ছাড়া তিনজন নারী ও একজন শিশুও আছে।একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘অনেক মানুষ আহত হয়েছেন। ট্রাকের কাছাকাছি যারাই ছিলেন পুড়ে গেছেন।’তবে নিহতদের কারও পরিচয় এখনো জানা যায়নি।
prothomasha.com
Copy Right 2023