কোটা সংস্কার ও পরবর্তী সহিংসতায় ৯ দফা বাস্তবায়নের জন্য হাইকোর্টের সামনে আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় হাইকোর্টের প্রধান গেট ও আন্দোলনকারীদের পুলিশ-বিজিবি বাহিনী ঘিরে রাখে।আজ বুধবার দুপুর ১টার দিকে হাইকোর্টের সামনে ছাত্রসহ সচেতন নাগরিক সমাজ ৯ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেন।এ সময় আন্দোলনকারীরা, বিজিবি বর্ডারে ফিরে যাও, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না স্লোগান দেন।এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ ও নাহিদ নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে শিক্ষার্থীদের বাধার মুখে তাদের ছেড়ে দিতে বাধ্য হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাইকোর্টের মাজার গেটের সামনের রাস্তায়ও বিক্ষোভ হচ্ছে। হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দলও মিছিল করেছেন।
prothomasha.com
Copy Right 2023