গত সপ্তাহেই হয়তো শিরোপা দৌড়টা শেষ হয়েছে বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগাকে সম্পত্তি বানিয়ে ফেলা দলটি শীর্ষে থাকা বায়ের লেভারকুসেনের কাছে পাত্তাই পায়নি। ৩-০ গোলে হেরে পাঁচ পয়েন্টে পিছিয়ে পড়ে বায়ার্ন। দুর্দান্ত ফর্মে থাকা লেভারকুসেন পরশু আবারও জয় তুলে নিয়েছে। ছুঁয়ে ফেলেছে বায়ার্নের টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার জার্মান রেকর্ড। আর বায়ার্ন কাল পর্যন্ত অবনমন অঞ্চলের হুমকিতে থাকা বোখুমের কাছে হেরে বসেছে। গতকাল প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে হেরে লেভারকুসেনের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে গেছে জার্মান চ্যাম্পিয়নরা। লিগে আর মাত্র ১২ ম্যাচ বাকি।
গত সপ্তাহটা একদম ভালো যায়নি। লেভারকুসেনের কাছে অপদস্থ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগেও লাৎসিওর মাঠ থেকে হেরে এসেছে বায়ার্ন। এমন অবস্থায় লিগের ১৪তম দলের বিপক্ষে খেলাটা আশীর্বাদ বলে মনে হয়েছিল।গতকাল ১৪ মিনিটেই গোল করেন জামাল মুসিয়ালা। কিন্তু এরপরই নিজেদের সাম্প্রতিক ফর্মে ফিরে গেছে দলটি। একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন হ্যারি কেইন ও মুসিয়ালা। এর মধ্যে বুন্দেসলিগা জুড়ে চলা আন্দোলন ম্যাচটি ১০ মিনিটের জন্য থামিয়ে দেয়। লিগের টিভি স্বত্বের একাংশ বিক্রি করে দেওয়ার বিরুদ্ধে সমর্থকেরা গ্যালারি থেকে বোতল, টেনিস বল, মার্বেল, চকলেট ছুড়ে প্রতিবাদ জানাচ্ছেন। রিমোট নিয়ন্ত্রিত ছোট গাড়ি ব্যবহার করে ধোঁয়া ওড়ানোর ঘটনাও ঘটেছে।
১০ মিনিটের ‘প্রতিবাদ বিরতি’ শেষে বোখুম ম্যাচে ফেরে। ৬ মিনিটের মধ্যে দুই গোল করে প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করে। দ্বিতীয়ার্ধেও বায়ার্ন পিছিয়ে ছিল। লাৎসিওর বিপক্ষে লাল কার্ড দেখা উপামেকানো গতকালও একই কাজ করেছেন। ৭৫ মিনিটে পেনাল্টি উপহার দিয়েছেন, সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন কেভিন স্টোজার।
৮৭ মিনিটে হ্যারি কেইন গোল করলে সমতা ফেরাতে পারেনি টানা ১১বারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে তাই মিডফিল্ডার গোরেৎসকা জানিয়েছেন, তাঁরা বলতে গেলে হাল ছেড়ে দিয়েছেন। এবং সতীর্থ উপামেকানোকে ধুঁয়ে দিয়েছেন, ‘মনে হচ্ছে কোনো হরর মুভির মধ্যে আছি যা শেষ হচ্ছে না। এই মুহূর্তে সবকিছু আমাদের বিপক্ষে যাচ্ছে। আমরা বলতে পারি, আমরা ম্যাচে ভালোভাবেই ফিরেছিলাম। কিন্তু আধ-ঘণ্টা নিজেদের ক্ষমতা খর্ব করার জন্য বেকুব বলেও মনে হচ্ছে। একজন কম নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি, তাই আমাদের দোষ নেই। দিন শেষে ব্যক্তিগত ভুল আমাদের ক্ষতি করছে এবং এমন ভুল অনেক হচ্ছে। এই মুহূর্তে আমাদের সবকিছু নিয়েই প্রশ্ন করা উচিত।’ এখনো শিরোপা জেতার সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নে গোরেৎসকা বলেছেন, ‘এখন মনে হচ্ছে না। এ ব্যাপারে যা সত্যি মনে হচ্ছে তাই বললাম।’কোচ টমাস টুখেলও স্বীকার করেছেন, শিরোপার আশা বাস্তবসম্মত না। তবে আপাতত তাঁকে ছাঁটাইয়ের কথা ভাবছে না বায়ার্ন।
prothomasha.com
Copy Right 2023