হজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চার হাজিকে বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি লড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চার হাজিসহ পাঁচজন আহত হয়েছেন।আজ শনিবার সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের নারায়ণডহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, আজ সকালে ঢাকা থেকে চার হাজিকে বহন করা মাইক্রোবাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি নারায়ণডহর বাজার এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি লড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক ও চার হাজি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এক হাজির অবস্থা গুরুত্বর হওয়ার তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।আহত হাজি মো. কাসেম মিয়া জানান, তাদের চারজনের বাড়িই কিশোরগঞ্জে। সেই সুবাদে চারজন এক মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিঠুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
prothomasha.com
Copy Right 2023