অবরুদ্ধ পশ্চিমতীর থেকে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি মক্কায় পবিত্র হজে অংশ নিয়েছেন। তবে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে এই পবিত্র অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছেন গাজা উপত্যকার ২৫০০ ফিলিস্তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।গাজার মানুষ সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিসরে যান। এরপর সেখান থেকে তারা সৌদিতে পৌঁছান। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরায়েলিরাতাই এবার গাজা থেকে কোনও ফিলিস্তিনি হজে যেতে পারেননি। গাজার এনডাউসমেন্টস মন্ত্রণালয় জানিয়েছে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যা এবং গাজাকে মিসরের সাথে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ে আক্রমণ ও দখলে নেওয়ার ফলে এই বছর ২৫০০ ফিলিস্তিনি হজ যাত্রা করতে পারেননি। মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল-মুদাল্লাল বলেছেন, হজে যেতে বাধা সৃষ্টি করা ‘ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন’।আল-মুদাল্লাল বলেছেন, মন্ত্রণালয় সৌদি আরব এবং মিসরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। তারাও এটিকে ফিলিস্তিনি হজযাত্রীদের অধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করেছে।
prothomasha.com
Copy Right 2023