স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট (বারপার্ট) জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১১ ক্যাটাগরির পদে চতুর্থ থেকে নবম গ্রেডে ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা-মাতার নাম, বৈবাহিক অবস্থা, স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্মনিবন্ধন নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ই-মেইল ও মোবাইল/ফোন নম্বর ইত্যাদি তথ্য উল্লেখসহ আবেদন করতে হবে। জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, সব শিক্ষাগত যোগ্যতার, অভিজ্ঞতার ও নাগরিকত্বের সনদসহ সব সনদের সত্যায়িত কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত রঙিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে শুধু গবেষণার শিরোনামের তালিকার সত্যায়িত ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদের জন্য আবেদন করতে পারবেন। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক, বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট (বারপার্ট), বাড়ি নম্বর-৫/৭ (চতুর্থ তলা), ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৪।
prothomasha.com
Copy Right 2023