নিয়মরক্ষার ম্যাচে মাঠে নেমেছে ভারত ও ইংল্যান্ড। তবে ছেড়ে কথা বলছে না স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম দিন প্রথম ইনিংসে ব্যাট করা ইংল্যান্ড কুলদীপ যাদব ও রবীচন্দ্রন অশ্বিনের স্পিন তোপে ২১৮ রানে গুটিয়ে গেছে। জবাবে উড়ন্ত সূচনা পায় রোহিত শর্মার দল। দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান করেছে তারা। ৮৩ রানে পিছিয়ে আছে এখনও।
আজ বৃহস্পতিবার ধর্মশালায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। শুরুটা যদিও ভালো করেছিল তারা। উদ্বোধনী জুটিতে ৬৪ রান তোলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। অবশেষে এই জুটি ভাঙেন যাদব। শুভমান গিলের ক্যাচে ব্যক্তিগত ২৭ রানে থাকা ডাকেটকে ফেরান বাঁহাতি চায়নাম্যান স্পিনার।
যাদব এরপর একে একে ক্রলি, অলি পোপ, জনি বেয়ারস্টো ও বেন স্টোকসকে আউট করেন। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ১০৮ বলে ৭৯ রান করেন ক্রলি। ইংল্যান্ড ১৭৫ রানে ৪ উইকেট থেকে পরের ৫৩ রান তুলতে অলআউট হয়। সফরকারীদের শেষের দিকের উইকেট ছেঁটে ফেলেন শততম টেস্ট খেলতে নামা অশ্বিন। জো রুটকে ফেরান রবীন্দ্র জাদেজা। অর্থ্যাৎ ইংল্যান্ডের ১০টি উইকেটই ভারতীয় স্পিনাররা তুলে নেন।
যাদব ৫টি ও অশ্বিন ৪টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত উদ্বোধনী জুটিতে ১০৪ রান তুলে খেলা নিয়ন্ত্রণে নেয়। দুর্দান্ত ফর্মে থাকা যশ্বসী জয়সাওয়াল ফিফটি করে শোয়েব বশিরের শিকার হন। জয়সাওয়াল ৫৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রান করেন। তবে ৮৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫২ করে অপরাজিত আছেন অধিনায়ক রোহিত। তাকে ২৬ রানে সঙ্গ দিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন গিল। ভারত সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে
prothomasha.com
Copy Right 2023