বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটার ও বর্তমানে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করা নাফিস ইকবাল মাইনর স্ট্রোক করেছেন। গতকাল চট্টগ্রাম থেকে তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় তাকে।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গেই ছিলেন নাফিস। বিশ্বকাপ থেকে ফিরে পরিবারের সঙ্গেই চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। সেখানে বসেই আজ সকালে অসুস্থ হন তামিম ইকবালের বড় এই ভাই।
গতকাল রাতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী নাফিসের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। তিনি বলেন, ‘নাফিস ইকবাল আজ সকালে অনেক মাথাব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। সেখানে প্রাথমিক স্ক্যান করানোর পর আমরা জানতে পারি মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় এক ধরনের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার ব্যবস্থা করি। বিকেলে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সে ভর্তি হয়।’
দেবাশীষ আরও বলেন, ‘নাফিস সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক সমস্যায় ভুগছে। অর্থাৎ রক্তজমাট বেধেছে তার মস্তিষ্কের ভেনাস অংশে। তবে এখন স্থিতিশীল রয়েছে। যে প্যারামিটারগুলো দেখা হয়, সেগুলো সব ভালো আছে। এখানকার ডাক্তাররা আশা করছে কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। এই মুহূর্তে তাকে এখানেই ভর্তি রাখা হয়েছে। আরও কিছুদিন এখানে রাখা হবে। কনজার্ভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা চালানো হবে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এটা যদি আরও খারাপের দিকে না যায় তাহলে এই সমস্যা পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব।’
কয়েক সপ্তাহ নাফিসকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানান দেবাশীষ, ‘(নাফিস) স্টেবল আছে। এসব ক্ষেত্রে প্রথম দিনটা একটু পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা ও এইচডিও ইউনিটে থাকতে হবে। কালকে অবস্থা ভালো হলে ওয়ার্ডে শিফট করা হবে। পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’
২০২২ সাল থেকে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন নাফিস। পরে তাকে করা হয় লজিস্টিকস ম্যানেজার। বাংলাদেশের হয়ে ১১টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে নাফিসের। আন্তর্জাতিক ক্যারিয়ার তেমন বড় করতে পারেননি তিনি। ২০০৩ সালে ওয়ানডেতে অভিষিক্ত এই খেলোয়াড় শেষ ওয়ানডে খেলেন ২০০৫ সালে। আর ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া নাফিস শেষ টেস্ট খেলেন ২০০৬ সালে।
prothomasha.com
Copy Right 2023