যুক্তরাষ্ট্রে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে অংশ নেবেন বলে জানা গেছে। আগামী সেপ্টেম্বরের ১০ তারিখ এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এবিসি নিউজ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্র্যাটিক পার্টির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প কমলার সঙ্গে একাধিকবার নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।এর জবাবে বৃহস্পতিবার কমলা মিশিগানে এক অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিতে সম্মত। এমনকি তিনি তার প্রতিদ্বন্দ্বির সঙ্গে একাধিক বিতর্কে বসার জন্যও প্রস্তুত।এদিকে, ট্রাম্প এবং কমলার প্রথম নির্বাচনী বিতর্কটি এবিসি নিউজ আয়োজন করবে বলে জানা গেছে।এর আগে, চলতি বছরের ২৭ জুন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একবার দেশটির বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী বিতর্ক করেছিলেন। তবে ওই বিতর্কে ধরাশায়ী হওয়ার পর নানা চাপের মুখে প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। তার পরিবর্তে দলটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন।
prothomasha.com
Copy Right 2023