যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হোয়াইট হাউসে নিজের মানসিক সুস্থতা নিয়ে ওঠা প্রশ্নগুলোর বিরুদ্ধে লড়াই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নিজের বিরুদ্ধে সকল প্রশ্নের জবাবে বলেছেন, ‘সকল সমালোচনা শেষ করার সময় এসেছে।’সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যেসব সমালোচনা চলছে সময় এসেছে সেগুলো শেষ করার। আমি নির্বাচন থেকে কোথাও যাচ্ছি না। আমার অসুস্থতা নিয়ে বা নির্বাচনী ফিটনেস বিষয়ে যেসব সমালোচনা চলছে যেসব শুধুই সমালোচনা, এর কোনো সত্যতা নেই।’
ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দ্বিতীয় দফায় নির্বাচন করে বাইডেনের জয়ী হওয়া নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় সময় সোমবার নিজ দলের প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে এ নিয়ে একটি চিঠি লিখেছেন তিনি। এতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কীভাবে সামনে এগোতে হবে তা নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে অনেক আলোচনা হয়েছে। এখন এসব আলোচনা বন্ধ করার সময় হয়েছে। এখন আমাদের সামনে একটাই কাজ। আর তা হলো ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা। ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের আগে আমাদের হাতে ৪২ দিন সময় আছে, সাধারণ নির্বাচনের আগে সময় আছে ১১৯ দিন। এই অবস্থায় সংকল্পের দুর্বলতা বা করণীয় নিয়ে অস্পষ্টতা ট্রাম্পকে সাহায্য করবে, আর ক্ষতি করবে আমাদের।’
দুই পৃষ্ঠার ওই চিঠিতে বাইডেন নিজের মানসিক সুস্থতা ও নির্বাচনী প্রচারের কার্যকারিতা নিয়ে বিরাজমান শঙ্কা উড়িয়ে দেন।গত ২৭ জুন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অংশ নেয়া এক বিতর্ক অনুষ্ঠানে জো বাইডেনকে করা প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে না দিতে পারায় নির্বাচনে তার ফিটনেস নিয়ে সমালোচনা শুরু হয়।সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোনো রোগের চিকিৎসা চলছে না।’
তবে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছর থেকে বেশ কয়েকবার ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের পারকিনসন রোগ বিশেষজ্ঞ হোয়াইট হাউস পরিদর্শন করেছেন। যার পরই মূলত সমালোচনা শুরু হয় যে, মার্কিন প্রেসিডেন্ট অসুস্থ।
কিন্তু হোয়াইট হাউসের রেকর্ড অনুযায়ী জানা যায়, বারাক ওবামার সময়কালে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত একই ডাক্তার বেশ কয়েকবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন।
তবে সেই ডাক্তার বিষয়ে জানতে চাইলে তার জবাবে কিছু বলেননি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ের।এদিকে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার নিয়ে চাপে থাকলেও জো বাইডেন শেষ পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করবেন না বলে মনে করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ফক্স নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি তাকে (বাইডেন) জানি। তার ইগো সমস্যা রয়েছে। আমার কাছে মনে হচ্ছে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবেন না। তিনি মূলত আমাকে পরাজিত করতে চাচ্ছেন।’
prothomasha.com
Copy Right 2023