কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছেন টালিউডের নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।সোমবার বিকেলে কলকাতার টেকনিশিয়ান স্টুডিওতে জড়ো হন তারা। সেখানে উপস্থিত থাকা পরমব্রত চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, নারী সুরক্ষা নিয়ে তাদের দাবি রয়েছে। সে কারণে তারা আজ পথে নেমেছেন।
বৃষ্টি উপেক্ষা করেই টেকনিশিয়ান স্টুডিও থেকে মিছিল নিয়ে কলকাতার খান্না মোড়ের দিকে তারা এগিয়ে যান । ‘সিনেমাপাড়ার একটাই স্বর, জাস্টিস ফর আর জি কর’ এমন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
মিছিলে কৌশিক সেন, অঞ্জন দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় থেকে পাওলি দাম, আবীর চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়সহ অনেককে দেখা গেছে।এর আগে ছুটির দিন রবিবারেও রাজপথে নেমেছিলেন টালিউড তারকারা। এদিন খান্না মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলে পা মিলিয়েছেন পরমব্রত-শ্রাবন্তী-বিশ্বনাথ-অঙ্কুশরা।
prothomasha.com
Copy Right 2023