বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আজ শুক্রবার পবিত্র জুমার নামাজ শেষে আন্দোলনে নিহত সকলের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন তারা। নিহতদের কবর জিয়ারতসহ মন্দির, গির্জাসহ সকল ধর্মীয় উপসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। প্রার্থনা শেষে ছাত্র-জনতা গণমিছিল নিয়ে বের হবে।
আজ দেশের যেসব স্থানে এ কর্মসূচি চলবে-
সকাল ১০টায়, জাতীয় শহীদ মিনারে ঢামেকসহ সকল মেডিকেলের ছাত্র-ইন্টার্ন ডাক্তার ও শিক্ষক এ কর্মসূচিতে অংশ নিবেন।
সকাল ১১টায়, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটরে অংশ নিবেন ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’।
সকাল ১১টায়, সাত মসজিদ রোড, আবাহনী মাঠের পাশে ‘গণহত্যা ও নিপীড়নবিরোধী শিল্পীসমাজ’ কর্মসূচিতে অংশ নিবে।
সকাল ১১টায়, প্রেসক্লাবের সামনে নাগরিক সমাজের ‘শোক র্যালি’ অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে খুনের দায়ভার নিয়ে স্বৈরাচারের পদত্যাগের দাবিতে ‘শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা’ অনুষ্ঠিত হবে।
গণহত্যা, গুম, খুন ও হামলায় জড়িতদের বিচারের দাবিতে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র ঐক্যের ‘ছাত্রবিক্ষোভ’ বাদ জুমা, বায়তুল মোকাররমের উত্তর গেইটে।
বিকাল ৩টায় মিরপুর ১২, মাটিকাটা এলাকায় গণমিছিল অনুষ্ঠিত হবেচ।
সাইন্স ল্যাব বাইতুল মা’মুর জামে মসজিদ থেকে জুমার পর একসাথে নামবে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ রউফ কলেজ, বীরশ্রেষ্ঠ নূর পাবলিক কলেজের ছাত্ররা।
সকাল ১১টা থেকে এনএসইউ ৮ নং গেইটে গ্রাফিতি অংকন ও প্রতিবাদী শ্লোগান এবং জুমার পর প্রতিবাদ ও গণমিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ১১টায়, রাবি শহীদ মিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শোকযাত্রা।
বিকাল ৩টায় যশোরের পালবাড়ি এলাকা থেকে মাঠে নামবে ছাত্ররা।
বিকেল ৪টায়, চেরাগি পাহাড়, চট্টগ্রামে ‘ছাত্রদের পাশে মা’ কর্মসূচি পালন করা হবে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব স্থানে কর্মসূচির কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
prothomasha.com
Copy Right 2023