পিরোজপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকত দেখে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন- পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (২৫), ছেলে আবদুল্লাহ (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়েমুক্তা (১২) এবং ছেলে সোয়াইব (২)।
শাওনের খালাত ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। বুধবার রাতে কুয়াকাটা থেকে একটি প্রাইভেটকারে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামে ফিরছিলেন। সদর উপজেলার জ্ঞানসাহা এলাকায় (নূরানী গেট) প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
prothomasha.com
Copy Right 2023