খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।আরিফ যোগিপোল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১টার দিকে কুয়েট পকেট গেটের সামনে মো. আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যায়। এতে তার মাথার বাম কানের পাশে, বুকের বাম পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল আড়ংঘাটা থানা এলাকায় হওয়ায় তারা আইনি প্রক্রিয়া শেষ করেছেন। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
prothomasha.com
Copy Right 2023