সিলেট যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ‘অড সিগনেচার’ ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল। এ ছাড়া দুর্ঘটনায় ব্যান্ডের অন্য সদস্যরা গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ মে) বেলা পৌনে ১১টায় ‘অড সিগনেচার’ ব্যান্ডের ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অড সিগনেচার-এর ফেসবুক পেজে জানানো হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ডিম হলিডে পার্কের সামনে অড সিগ্নেচারের গাড়ি মারাত্মক দূর্ঘটনার সম্মুখীন হয়। এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মক ভাবে আহত হয়। ড্রাইভার সাহেব 'সালাম' আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দূর্ঘটনায় নিহত হন। অন্য সদস্যদের অবস্থা আশঙ্কাজনক।
prothomasha.com
Copy Right 2023