টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি নামিবিয়া ও ওমান। চলমান আসরে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। তবে রোমাঞ্চকর শেষ ওভারে ম্যাচ টাই হয়েছে। খেলা সুপার ওভারে গড়িয়েছে। নামিবিয়ার শেষ ওভারে জয়ের জন্য ৫ রান দরকার ছিল। তবে দুটি উইকেট হারিয়ে শেষ অবধি ৫ রানই করতে পারে তারা।আজ সোমবার ব্রিজটাউনের কেনিংটন ওভালে ‘বি’ গ্রুপে খেলছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ওমানকে ১৯.৪ ওভারে ১০৯ রানে গুটিয়ে দিয়েছে নামিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সমান রান করে নামিবিয়া।
১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় নামিবিয়া। ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেনকে বোল্ড করেন বিলাল খান। তবে এরপর জান ফ্রাইলিংক ও নিকোলাস ডেভিনের ব্যাটে ধীরে এগোতে থাকে দলটি। ফ্রাইলিংক ৪৫ রানে আউট হন। আর ডেভিন ২৪ রানে মাঠ ছাড়েন। কিন্তু শেষ ওভারে মেহরান খানের দারুণ বোলিংয়ে ম্যাচে ফেরে ওমান। এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে ওমান। রুবেন ট্রাম্পেলম্যানের করা ইনিংসে প্রথম দুই বলে দুই ব্যাটারকে হারায় দলটি। কাশ্যপ প্রজাপতি ও আকিব ইলিয়াস শূন্য রানে ফেরেন। এই বিধ্বংসী বোলার পরে আরেক ওপেনার নাসিম খুশি ও কলিমুল্লাহকেও মাঠ ছাড়া করান।
এরপর জিশান মাকসুদ ও খালিদ কাইল ইনিংস মেরামতে চেষ্টা করেন। বার্নার্ড শোল্টজের বলে জিশান আউট হওয়ার আগে ২২ রান করেন। আর ডেভিড ভিসের বলে তাকেই ক্যাচ দেওয়া কাইল দলীয় সর্বোচ্চ ৩৪ রান করেন। তার ৩৯ বলের ধীর গতির ইনিংসে একটি চার ও একটি ছক্কা ছিল। এছাড়া আয়ান খান ১৫ রান করেন।নামিবিয়া বোলারদের মধ্যে দারুণ বোলিং করা ট্রাম্পেলম্যান ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। দুটি করে উইকেট পান ডেভিড ভিসে ও গেরহার্ড ইরাসমাস।
ওমান একাদশ: কাশ্যপ প্রজাপতি, নাসিম খুশি (উইকেটকিপার), আকিব ইলিয়াস (অধিনায়ক), জিশান মাকসুদ, খালিদ কাইল, আয়ান খান, মোহাম্মদ নাদিম, মেহরান খান, শাকিল আহমেদ, কলিমুল্লাহ, বিলাল খান।নামিবিয়া একাদশ: মাইকেল ভ্যান লিঙ্গেন, নিকোলাস ডেভিন, জ্যান ফ্রাইলিংক, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), মালান ক্রুগার, জেজে স্মিট, ডেভিড ভিসে, জেন গ্রিন (উইকেটকিপার), রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, টাঙ্গেনি লুঙ্গামেনি।
prothomasha.com
Copy Right 2023