বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর সূত্রাপুর থানার লক্ষ্মীবাজারে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের মা কুলছুমা আক্তার।আজ মঙ্গলবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি এ মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস,সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।মামলায় অভিযোগ করা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই আসামিদের নির্দেশে অজ্ঞাত আসামির গুলিতে ওমর ফারুক মারা যান।
এর আগে এদিনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী সোহেল রানা গুলিতে নিহত হওয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই মো. ইব্রাহিম এ মামলার আবেদন করেন।ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদাবর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
prothomasha.com
Copy Right 2023