শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকদের সকল ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য জাতীয় সংসদে কথা বলবো। শনিবার দুপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
১৭ ফেব্রুয়ারী শনিবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি আব্দুল মোতালেব খানের সভাপতিত্বে সম্মলনে অন্যান্যদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, জেলা শিক্ষক সমিতির বর্তমান সভাপতি আনোয়ার কামাল, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, বর্তমান সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমূখ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাইদ মাহমুদ। সম্মেলনে শরীয়তপুর সদর উপজেলার ১৮টি উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি এবং বেড়াচিকন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।
prothomasha.com
Copy Right 2023