শ্রীলংকাকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। জয়ের পথে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন শান্ত ও মুশফিক। ঝলমলে সেঞ্চুরি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটে। ১২২ রানে অপরাজিত শান্ত অধিনায়ক হিসেবে পেলেন প্রথম সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে এটি সর্বোচ্চ ইনিংস। নাজমুল হোসেনের ১২২ রানের ইনিংসে ওয়ানডেতে বাংলাদেশের কোনো অধিনায়কের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ মুশফিকুর রহিমের ১১৭, ২০১৪ সালে ফতুল্লায় ভারতের বিপক্ষে।
শান্তর নায়কোচিত এমন ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী সাবরিনা রত্না। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শান্তর সঙ্গে ছেলের একটি ছবি পোস্ট করেছেন রত্না। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর সেঞ্চুরি। অভিনন্দন পাপা ফ্রম ইজহান।’
prothomasha.com
Copy Right 2023