প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ৪:৫৮ অপরাহ্ণ
শরীরের ব্যথা উপশমের দোয়া
মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। যেকোনো সময় যেকোনো অসুবিধা হতে পারে। আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা নবী-রাসুলও এ থেকে মুক্ত ছিলেন না। আল্লাহ বিভিন্ন অজুহাত দিয়ে মানুষ থেকে ইবাদত, দোয়া, ইস্তেগফার এসব দেখতে চান। এতে মানুষ দুনিয়ায় যেমন সুস্থতা লাভ করতে পারে, একই সঙ্গে পরকালে সঞ্চিত হয় অফুরন্ত সওয়াব।
হজরত আবু আবদুল্লাহ (রা.) রাসুলুল্লাহ (সা.)-এর কাছে একবার শরীরের ব্যথার কথা জানালেন, যা তিনি তার শরীরে অনুভব করছিলেন। তখন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, তুমি তোমার দেহের ব্যথিত স্থানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ এবং সাতবার ‘আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু’ অর্থাৎ ‘আল্লাহর মর্যাদা এবং কুদরতের আশ্রয় গ্রহণ করছি, সেই মন্দ থেকে, যা আমি পাচ্ছি এবং যা থেকে আমি ভয় করছি’-পাঠ করবে। (মুসলিম : ২২০২; তিরমিজি : ২০৮০; আবু দাউদ : ৩৮৯১)
prothomasha.com
Copy Right 2023