দুঃসময় পিছু ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসের লাল কার্ড খাওয়ার ম্যাচে টটেনহ্যামের সঙ্গে লড়াই-ই করতে পারল না এরিক টেন হাগের দল। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে উড়ে গেল ০-৩ গোলে।
রবিবার টটেনহ্যামের গতির সঙ্গে কুলোতেই পারেনি ইউনাইটেড। বল দখল কিংবা আক্রমণ; কোনো কিছুতেই সফল হতে পারেনি দলটি। বিবর্ণ পারফরম্যান্স ছিল সব জায়গাতেই। বল পজেশনেও অনেক পিছিয়ে ঘরের মাঠে খেলতে নামা দলটি।
টটেনহ্যামের হয়ে প্রথম গোলটি দেন ব্রেনান জনসন। মাত্র তৃতীয় মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধে এই একটি গোলই হয়। তবে এই অর্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে ইউনাইটেড অধিনায়ক ব্রুনোকে। অহেতুক টটেনহ্যামের জেমস ম্যাডিসনকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন ইউনাইটেড অধিনায়ক।
১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দুই মিনিটের মাথায়ই দ্বিতীয় গোল খায় ইউনাইটেড। দুর্দান্ত গতিতে মাঠমাঠ থেকে বল নিয়ে বক্সে বাঁ দিকে পাস দেন জনসন। সেটি ইউনাইটেডের ম্যাথিয়াস ডি লিটের পায়ে লেগে উপরে উঠে গেলে আলতো ভলিকে আন্দ্রে ওনানাকে পরাস্ত করেন কুলুসেভস্কি।
৭৮ মিনিটের মাথায় টটেনহ্যামকে ৩-০’তে নিয়ে যান সোলাঙ্কি। কর্নার থেকে পাওয়া বলে সারের হেড প্রায় ইউনাইটেডের জালে ঢুকেই যাচ্ছিল। সেখানে জটলার মাঝে পায়ের আলতো স্পর্শে গোল নিশ্চিত করেন ইংলিশ ফরোয়ার্ড সোলাঙ্কি।
এই জয়ে ৬ ম্যাচ শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে টটেনহ্যাম। অন্যদিকে, মাত্র ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে টেন হাগের ইউনাইটেড। ১৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।
prothomasha.com
Copy Right 2023