বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণার দিয়েছেন রোহিত শর্মা। দলের অন্য দুই সিনিয়র তারকা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাও এই ফরম্যাট থেকে বিদায় নেন। তবে কি হার্দিক পান্ডিয়া হচ্ছেন নতুন অধিনায়ক? ভারতীয় ক্রিকেটমহলে সেই গুঞ্জন ইতিমধ্যে শুরু হয়েছে। এবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এ নিয়ে মুখ খুললেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বার্বাডোজে ফাইনালে শেষ ওভারে বল করে ভারতকে জেতান হার্দিক। তাকে কি টি-টোয়েন্টি ক্রিকেটে পরবর্তী অধিনায়ক ভাবছে বিসিসিআই। এই নিয়ে জয় শাহ জানান, ‘অধিনায়ক কে হবেন, সেটা ঠিক করবেন নির্বাচকরা। তাদের সঙ্গে কথা বলেই সেটা ঘোষণা করা হবে। আর যদি হার্দিকের কথাই বলা হয়, তাহলে ওর ফর্ম নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। কিন্তু নির্বাচকরা ওর উপর ভরসা দেখিয়েছেন। হার্দিক নিজেও সেটা প্রমাণ করেছে।’
এদিকে ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। সেই বিষয়ে জয় শাহ বলেন, ‘খুব দ্রুত কোচ আর সিলেক্টর নির্বাচন করা হবে। ক্রিকেট উপদেষ্টা কমিটি দুটি নামকে বেছে নিয়েছে। তবে মুম্বাই পৌঁছনোর পরেই আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নেব। জিম্বাবুয়ে সফরে দায়িত্বে থাকবেন ভিভিএস ল
prothomasha.com
Copy Right 2023