অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের কাছে ৫ রানে হেরে আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৫৬ রানের জবাবে ১৫০ রানে শেষ হয় টাইগার যুবাদের ইনিংস।
আজ শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। যেখানে ব্যাটিংয়ে নেমে রোহনাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবনের অন্যবদ্য বোলিংয়ে ৪০.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান যুবারা। সেমিফাইনালে যেতে হলে এই রান ৩৮.১ ওভারের মধ্যে করতে হতো টাইগারদের যুবাদের। তবে ৩৫.৫ ওভারে ১৫০ রানে থামে লাল-সবুজের দল।
১৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের ব্যাটিংও ছিল বেশ নড়বড়ে। পাকিস্তানে পেসার উবাইদ শাহর গতিতে কেউই স্থির হতে পারছিলেন না। চৌধুর মোহাম্মদ রিজওয়ান (২০), মোহাম্মদ শিহাব জেমস (২৬) ও রোহানাত দৌল্লাহ বর্ষণ (২১ অপরাজিত) চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। পাকিস্তান বোলার উবাইদ ৫টি উইকেট পান। মোহাম্মদ জিশান ৩টি উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান এদিন উদ্বোধনী জুটিতে ৮.৪ ওভারে ৩৭ রান তোলে। এরপর বর্ষণের শিকার হয়ে ব্যক্তিগত ১৯ রানে মাঠ ছাড়েন ওপেনার শ্যামাল হুসাইন। আরেক ওপেনার শাহজাইব খানকে ২৬ রানে ফেরান জীবন। এরপরই পাকিস্তান শিবিরে এই দুই বোলার ধস নামান। শেষ দিকে আরাফাত মিনহাসের ৩৪ রানে ভর করে পাকিস্তান কোনো মতে দেড়শ রান পার করে। বর্ষণ ৮ ওভারে ২৪ রানের বিনিময়ে ৪টি উইকেট তুলে নেন। আর জীবন ১০ ওভারে একই রানে ৪টি উইকেট পান
prothomasha.com
Copy Right 2023