কক্সবাজারের রামু থেকে ২ কেজি ৯ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) এক তরুণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তাঁর নাম ছাইন মং থোয়াই মারমা (১৮)। গতকাল বুধবার রাত নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কের রামুর মরিচ্যা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ওই তরুণকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ১০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।
ছাইন মং থোয়াই মারমা বান্দরবানের সোনাইছড়ির বৈদ্যপাড়ার বাসিন্দা মংছাইন মারমার ছেলে। রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ নিয়ে মাদক চোরাচালান চক্রের এক সদস্য মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে এমন সংবাদ পেয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। পরে মরিচ্যা চেকপোস্ট পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি করা হলে যাত্রী ছাইন মং থোয়াই মারমার হাতে থাকা ব্যাগের ভেতরে দুই কেজির বেশি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। তাঁকে মাদকসহ গ্রেপ্তার করে সঙ্গে থাকা একটি মুঠোফোন জব্দ করা হয়।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, ক্রিস্টাল মেথ উদ্ধার, অন্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে ছাইন মং থোয়াই মারমাকে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
prothomasha.com
Copy Right 2023