৬ বছর আগে রাজধানীর মহাখালী এলাকায় ১০ বছরের এক ছাত্রীকে ধর্ষণের দায়ে জুয়েল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ বুধবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত জুয়েল শেরপুরের নালিতাবাড়ী থানার কালিনগর গ্রামের বাসিন্দা। মামলার পর থেকেই তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। আজ রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।মামলা থেকে জানা যায়, পরিবারের সঙ্গে মহাখালীর সাততলা আইপিএইচ জামে মসজিদ সংলগ্ন এলাকায় থাকত ভুক্তভোগী। ২০১৮ সালের ১৩ নভেম্বর প্রতিদিনের মতো তার বাবা-মা সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। সেদিন সকাল সাড়ে ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার জন্য বাসার দরজায় তালা দেওয়ার সময় পাশের বাসার ভাড়াটিয়া জুয়েল তাকে ডেকে রুমে নিয়ে যান। এ সময় ভুক্তভোগীকে ১০ টাকা দিতে চায় জুয়েল। তবে ওই ছাত্রী টাকা না নিতে চাইলে জুয়েল তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর বাবা বনানী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালে ১২ মে জুয়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) সাদিয়া শারমীন। ওই বছরের ১৭ সেপ্টেম্বর জুয়েলের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৩ লত ১৩ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
prothomasha.com
Copy Right 2023