রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। ইউসুফকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য জানান।
ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন আরেক রিকশাচালক আমিনুল ইসলাম। আমিনুল বলেন, আহত অবস্থায় ইউসুফ তাঁকে বলেছিলেন, তিনি গতকাল বুধবার রাতে রিকশা চালান। আজ ভোরের দিকে তিনি গ্যারেজে রিকশা রাখতে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁর রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
আমিনুল আরও বলেন, তিনি ও পুলিশ রাস্তা থেকে ইউসুফকে উদ্ধার করেন। তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেওয়া হয়েছিল। পরে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন। ইউসুফের বাড়ি শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়ায়। আমিনুলের বাড়িও একই গ্রামে। তিনি বলেন, ইউসুফের বাড়িতে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তিনি ঢাকার নর্দ্দা এলাকায় থাকতেন।