রাঙামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিএফ)'র দুই শীর্ষ নেতার হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের নাম নিপুন চাকমা সোগা (৩৭) ও আহত সোহেল চাকমা (৩৪)। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টায় দুর্গম বঙ্গলতলীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শনিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১০ টার সময় বাঘাইছড়ি উপজেলাধীন ৩৫নং বঙ্গলতলী ইউপি'র দুর্গম বোধিপুর বনবিহার এলাকায় পাহাড়ের সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)'র শীর্ষ চাঁদা কালেক্টর নিপুন চাকমা সোগাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় ইউপিডিএফ'র অপর সহকারী কালেক্টর সোহেল চাকমাও পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়রা আরও জানায়, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউপি'র বোধিপুর বনবিহার এলাকায় একটি অনুষ্ঠানে যায় নিপুন চাকমা ও তার সহকর্মী সোহেল চাকমা। তাদের ঘটনাস্থলের অনুষ্ঠানে যোগদানের আগাম খবর পায় প্রতিপক্ষ পিসিজেএসএস। জেএসএসস সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নিপুণ ও তার সহকর্মী সোহেল চাকমার ওপর সশস্ত্র হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনায় নিপুণ চাকমা গুলিবিদ্ধ হয়ে মারা যায় ও সোহেল চাকমা পায়ে গুলিবিদ্ধ হয়েছে। আহত ইউপিডিএফ নেতাকে স্থানীয়রা উদ্ধার করে ভূয়াছড়ির অজ্ঞাত স্থানের দিকে নিয়ে গেছে বলে জানা গেছে। ইউপিডিএফ নেতার হতাহতের জন্য জেএসএস সন্তুলারমা গ্রুপকে দায়ী করেছে। তবে জেএসএস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।
রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আজ (রোববার) সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যবস্থা নেয়া হবে।
prothomasha.com
Copy Right 2023