ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এক ম্যাচ আগে টটেনহ্যামের বিপক্ষে হারের পর এবার দলটি হেরে বসেছে বোর্নমাউথের বিপক্ষে। ২-১ গোলের এ হারে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলেও ধাক্কা খেতে হয়েছে সিটিজেনদের। অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে প্রত্যাশিত জয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল।
বোর্নমাউথের বিপক্ষে সিটির হারটা এক রকম অপ্রত্যাশিত। আগের ২১ বারের দেখায় একবারও যেই সিটিকে হারাতে পারেনি দলটি। সেই তারায় এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে ২-১ গোলে।
ভাইটালিটি স্টেডিয়ামে এদিন ম্যাচ শুরুর ৯ মিনিটের মাথায় লিড নেয় বোর্নমাউথ। গোল করেন সেমেনও। প্রথমার্ধে সেই গোল আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে গোল শোধ দিতে নেমে উল্টো ম্যাচের ৬৪ মিনিটে আরেক গোল হজম করেছে সিটিজেনরা। ইভানইলসনের গোলে ব্যবধান দ্বিগুণ করেন বোর্নমাউথ। পরে ৮২ মিনিটে এক গোল দিলেও বোর্নমাউথের জয়ে বাধা হতে পারেনি গার্দিওয়াল শিষ্যরা। মাঠ ছাড়তে হয়েছে ২-১ গোলে হেরে।
রাতের অন্য ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছে আর্নে স্লটের লিভারপুল। ম্যাচের শুরুতে ব্রাইটন লিড নিলেও দ্বিতীয়ার্ধে পাশার দান পাল্টে দিয়েছে লিভারপুল। ৬৯ মিনিটে কোডি গাপ্পো ও ৭২ মিনিটে মোহাম্মদ সালাহর গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। তাতে ফের শীর্ষস্থান দখলে নেয় তারা।
এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অন্যদিকে সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ১৯ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে নটিংহ্যাম ও ১৮ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল।
prothomasha.com
Copy Right 2023