কানপুরে আজসকাল থেকেই কানপুরের আকাছে দেখা গেছে সূর্য। চারদিকেই উজ্জ্বল রোদ। আগের তিন দিনের চেয়ে কানপুরের গ্রিন পার্কের আজকের সকাল একটু আলাদা। তাই প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হওয়ার পর গত দুইদিন খেলা বন্ধ থাকলেও আজ সময়মতোই (সকাল ১০টা) শুরু হয় খেলা।
চতুর্থ দিনে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাটিং করতে নামা বাংলাদেশের এই প্রতিবেদন লেখা পর্যন্ত রান ৫ উইকেট হারিয়ে ১৫৮। ফিফটি তুলে নিয়ে ৭২ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। আরেক পাশে ব্যাট করছেন সাকিব আল হাসান। দিনের শুরুতেই উইকেট দিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম। দারুণ শুরু করার পর উইকেট দিয়ে ফিরেছেন লিটন দাসও।
টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আজ উইকেটে শুরুর দিকে মুভমেন্ট পেয়েছেন ভারতের পেসাররা। দিনের ষষ্ঠ ওভারে জাসপ্রিত বুমরাহর একটি বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাবে ভেবে ছেড়ে দেন মুশফিক। তবে বিশাল ইনসুইং করে সেটিই আঘাত হানে স্টাম্পে। ১১২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে ২ চারে ১১ রান করেছেন মুশফিক।
এরপর দারুণ জুটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল ও লিটন। ৩৬ রান যোগ করার পর সিরাজের বলে লিটন ফিরলে ভাঙে জুটি। ৩০ বলে ১৩ রান করা লিটনের দুর্দান্ত ক্যাচ ধরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিরাজের বলে সজোরে মিড অফের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন লিটন। তবে হাত উঁচিয়ে ধরা রোহিতের হাতে আটকে যায় বল। এক হাতে ধরে ফেলেন গুরুত্বপূর্ণ ক্যাচ
প্রসঙ্গত, ম্যাচে প্রথম দুই সেশনে খেলা ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে। প্রথম দিনের ৩৫ ওভারের খেলায় মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন। ৩১ রান করে আউট হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, ওপেনারদের মধ্যে সাদমান ইসলাম ২৪ রান করলেও শূন্য রানে আউট হয়েছেন জাকির হাসান।
prothomasha.com
Copy Right 2023