উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে সতর্কবার্তা দিয়েছেন গবেষকরা। যুদ্ধাস্ত্র তৈরিসহ বিধ্বংসী কার্যক্রমে এ প্রযুক্তির ব্যবহার মানব সভ্যতাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি মার্কিন অর্থায়নে পরিচালিত এক গবেষণার প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
অ্যান অ্যাকশন প্ল্যান টু ইনক্রিভ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অব অ্যাডভান্সড এআই শীর্ষক গবেষণাপত্রে বলা হয়, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স (এজিআই) ও অ্যাডভান্সড এআইয়ের উত্থান আন্তর্জাতিক নিরাপত্তাকে দুর্বল করে দিতে পারে।
সিএনএনের প্রতিবেদনে জানা যায়, গবেষণাপত্রটি তৈরি করতে এক বছরের বেশি সময় ধরে ২০০ জনেরও বেশি ব্যক্তির সঙ্গে আলোচনা করা হয়েছে। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে আমেরিকা ও কানাডা সরকারের প্রতিনিধি, ক্লাউড পরিষেবা সরবরাহকারী, এআই নিরাপত্তা সংস্থা, সিকিউরিটি ও কম্পিউটিং বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত ছিলেন।
গবেষণা প্রতিবেদনে এআইয়ের মাধ্যমে বিধ্বংসী ঘটনা ঘটার সম্ভাবনা কমানোর জন্য মার্কিন সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করা হয়। অ্যাডভান্সড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এআইয়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা ছিল এই গবেষণার উদ্দেশ্য।
prothomasha.com
Copy Right 2023