মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আজ বুধবার ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান শিকদার (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার আরশেদ আলী শিকদারের ছেলে। তিনি চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় বাসের সামনের সারিতে থাকা গোলাম রহমান শিকদার ঘটনাস্থলেই মারা যার। আহত হন বাসের অন্তত ১০ জন যাত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন আহত যাত্রীদের পাচ্চর রয়েল হাসপাতাল ও শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সাইদুল রহমান নামের আহত এক যাত্রী প্রথম আলোকে বলেন, ‘বাসে সব যাত্রী ঘুমাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। একজন আরেকজনের ওপর গিয়ে পড়ি। দুর্ঘটনা ঘটার আগে কিছু দেখিনি। শুধু বিকট শব্দ কানে এল। আর তখনই সিট থেকে নিচে পড়ে গেলাম।’
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী হায়দার আলী নামের এক ব্যক্তি বলেন, ‘বাসটি দ্রুত গতিতে চলছিল। বাসটি একটি তেলের পাম্পের কাছে এসে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়। এরপরই বাসটি উল্টে যায়। আমরা দ্রুত গিয়ে ওই বাসের যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। একটু পর পুলিশও চলে আসে।’ শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার জানান, বাসটি দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এক্সপ্রেসওয়ের একটি পাম্পের পাশে ডিভাইডারের ওপর উঠে যায় বাসটি। এরপরেই বাসটি উল্টে যায়। এতে এক যাত্রী নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
prothomasha.com
Copy Right 2023