[‘মাথা ব্যথা ঝিনঝিন, সঙ্গে জ্বালাপোড়া
হাত পায়ে অবশ, জ্বালা সারাবেলা।
নাম তাঁর ‘কিয়ারী’, নেই কোনো ভয়
প্রয়োজনে সার্জারি, রোগী ভালো হয়!’]
সুদূর রংপুর থেকে এসেছিলেন এই ভদ্রমহিলা, ঘাড় ব্যথা হাতে জ্বালাপোড়া অবশ হয়ে যাওয়া নিয়ে। দিন দিন হাতের শক্তি কমে যাচ্ছিল ওনার। এমআরআই করে কিয়ারী ম্যালফর্মেশন (ঈযরধৎর ঞুঢ়ব১) রোগ নির্ণয় হয়। অত্যাধুনিক মাইক্রোস্কোপিক সার্জারি করে দিলাম। পরবর্তীতে রোগী সুস্থতা লাভ করেন।
আলহামদুলিল্লাহ। এমনই অসংখ্য রোগী প্রতিনিয়ত সঠিক সময়ে সঠিক পরামর্শ নিয়ে ভালো থাকতে পারেন।
ঞধশব যড়সব সবংংধমব -
১) কিয়ারী ম্যালফর্মেশন, মাথার পিছনে ঘাড়ের অংশে সংযোগস্থলে গঠনগত ত্রুটির একটি রোগ। যেখানে মাথার পিছনের মস্তিষ্কের টনসিল নামক অংশ স্নায়ুরজ্জুর নালী দিয়ে নিচে নেমে আসে, এতে মস্তিষ্কের সঙ্গে স্নায়ুরজ্জুর পানি চলাচলে ব্যাঘাত ঘটে।
২) এই রোগ সাধারণত মধ্য বয়সে বা তরুণ বয়সে হতে পারে, মূলত হাত-পায়ে তাপমাত্রা ও সাধারণ অনুভূতির তারতম্য দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে তীব্র মাথাব্যথা, ঘাড় ব্যথা, ব্যালেন্স সমস্যা, হাত পায়ের দুর্বলতা শক্তি কমে আসা, এই উপসর্গগুলো নিয়েও রোগীরা আসতে পারে
৩) বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধ, ব্যায়াম ও উপদেশ মেনে চললে রোগটি সহনীয় পর্যায়ে থাকে।
৪) হাত-পায়ের শক্তি কমে যাওয়া, বারংবার ওষুধ খেয়েও মাথাব্যথা ঘাড় ব্যথা ভালো না হওয়া—- এই সব বিশেষ ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয়, যেসব সার্জারি বাংলাদেশে করা হয় প্রতিনিয়ত।
৫) অত্যাধুনিক মাইক্রোস্কোপিক সার্জারি করালে রোগী নিরাপদ থাকেন, সার্জারির ফলাফলও ভালো হয়।
লেখক : ব্রেইন, স্পাইন ও স্ট্রোক সার্জারি বিশেষজ্ঞ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্সেস হাসপাতাল। চেম্বার : আলোক হাসপাতাল লি. মিরপুর ১০, ঢাকা। হটলাইন – ১০৬৭২
prothomasha.com
Copy Right 2023