জাতীয় দলের হয়ে শততম ম্যাচের মাইলফলক দারুণভাবে রাঙালেন হ্যারি কেইন। তার জোড়া গোলেই উয়েফা নেশন্স লিগে ফিনল্যান্ডকে ২-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড।তারকা স্ট্রাইকার কেইনকে ম্যাচ শুরুর আগে শত ম্যাচের মাইলফলক স্পর্শ উপলক্ষে বিশেষ সম্মাননা জানায় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। স্মরণীয় দিনটাকে জোড়া গোল করে আরও বিশেষ করে তুললেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
তবে ইংল্যান্ড প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে পারলেও গোলের দেখা পায়নি। অবশেষে বিরতির পর ৫৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় তারা। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের রক্ষণচেরা পাস ধরে প্রতিপক্ষের দুইজনের মধ্যে দিয়ে বক্সে ঢুকে জোরাল শটে ক্রসবার ঘেঁষে বল জালে পাঠান কেইন।
খেলার ৭৬তম মিনিটে ফের জালে বল পাঠিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন কেইন। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডকে বল বাড়িয়েই রাইট উইং ধরে ছুটে যান ননি মাদুয়েকে, দারুণ বোঝাপড়ায় সতীর্থের রক্ষণভেদী থ্রু পাস ধরে প্রথম ছোঁয়ায় বক্সে অধিনায়ককে খুঁজে নেন মাদুয়েকে। কেইনও প্রথম ছোঁয়ায় দারুণ শটে দলকে উচ্ছ্বাসে ভাসান।
এদিন জাতীয় দলের জার্সিতে ১০০ ম্যাচে কেইনে গোল হলো ৬৮টি, এছাড়া অ্যাসিস্ট করেছেন ১৭টি। এর মধ্যে দেশের হয়ে ওয়েম্বলিতে খেলে ৩০ গোলে জড়িয়ে আছে তার নাম (২৭ গোল ও তিন অ্যাসিস্ট)।দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে 'বি' লিগের দুই নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। একই সময়ে শুরু আরেক ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে গ্রিস। ইংলিশদের সমান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গ্রিকরা।
prothomasha.com
Copy Right 2023