আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদে ইফতার আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব সরকার। রমজানের আগে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স। মূলত মসজিদের ভেতরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।
রমজানকে সামনে দেওয়া এক নির্দেশনায় দেশটির মিনিস্ট্রি অব ইসলামিক অ্যাফেয়ার্স জানায়, পরিচ্ছন্নতা রক্ষার স্বার্থে মসজিদের ভেতরে যেন ইফতার আয়োজন করা না হয়।ইমাম এবং মুয়াজ্জিনরা মসজিদ প্রাঙ্গণে ইফতার সারবেন, তবে ইফতার আয়োজনের উদ্দেশ মসজিদে কোনো তাঁবু টানানো যাবে না।নির্দেশনায় আরও বলা হয় ইফতার আয়োজনের উদ্দেশ্যে ইমাম এবং মুয়াজ্জিনরা মুসল্লিদের কাছ থেকে কোনো চাঁদা উঠাতে পারবেন না।
ওই নির্দেশনায় নামাজের ভিডিও টিভিতে বা অনলাইনে প্রচার করাও নিরুৎসাহিত করা হয় এবং মসজিদের ক্যামেরার ব্যবহার ও ভেতরে ছবি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে।উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ অথবা ১২ মার্চ থেকে সৌদি আরবে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
prothomasha.com
Copy Right 2023