খাল নালার মধ্যে মশার রাজত্ব কালের মধ্যে ঔষধ ছিটানো হলেও সিটি কর্পোরেশনের নেই তৎপরতা। উল্টে নগর বাসির উপর দায় চাপালেন মেয়র।চট্রগ্রাম মহেশখালির খালের পানি চলাচল বন্ধ এবং খালের মধ্যে ব্যাপক কচুরি পানায় থাকায় মশাদের রাজত্ব । একই অবস্থা নগরীর চক বাজার ফুল তলা খালের ও পানি চলাচল বন্ধ থাকায় মশাদের রাজত্ব হয়েছে পুরো এলাকা।শুধু মহেশখালি ও চকবাজারের ফুলতলা খালেই না নগরীর সকল খালের চিএ একই। সিটিকর্পরোশনের দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পরে না ।কালের মধ্যে কিছু ঔষধ ছিটানো হলেও সেই ফগার মেশিনে শুধু দোয়া হয় মশা মরে না বলেই অভিযোগ নগরবাসীর । নগরীতে মশার উপদ্রপ বাড়ার কথা শিকার করে নিজেদের ব্যর্থতার দায় চাপালেন নগরবাসীর উপর সিটি মেয়র।
সিটি মেয়র বলেন যারা সমেলোচনা করেন তারােই আবার পানিটাকে বদ্ধ করে সেখানে ময়লা আর্বজনা ফেলে পানির ভারসাম্য নষ্ট করে তাই মশার উপদ্রপ বাড়ে।
গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জনের ও বেশি এছাড়া আক্রান্তের মধ্যে প্রতি ৫ জনের মধ্যে ১ জন ছিল শিশু এই বয়াবহ অবস্থার পরও এ বছররে অবস্থা আরো বে গতিক এখন পর্যন্ত সিটি কর্পরোশনের পক্ষ থেকে দেখা যায় নি মশক নিয়ন্ত্রক কার্যক্রম। তবে নগর বাসির দাবি খালের পানি চলাচল নিয়ন্ত্রনে আনলে কমবে মশার উপদ্রপ।
prothomasha.com
Copy Right 2023