ইকুয়েডরের মডেল ল্যান্ডি পারাগা গয়বুরোকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বয়স হয়েছিল ২৩ বছর। সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও ছিলেন তিনি। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। এ ঘটনায় হত্যাকারীদের খুঁজতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। তবে, এখনো কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন ল্যান্ডি। এসময় মাস্ক পরা দুই বন্দুকধারী ভেতরে প্রবেশ করে ল্যান্ডিকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। রেস্তোরাঁ থেকে অক্টোপাস ডিশ খাওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ল্যান্ডি। মনে করা হচ্ছে, এই ছবি দেখেই তার লোকেশন জানতে পেরে যায় আততায়ীরা।
ধারণা করা হচ্ছে, কুখ্যাত মাদক কারবারি লিয়েন্দ্রো নোরেরোর সঙ্গে গোপন যোগাযোগের কারণে খুন হয়েছেন ল্যান্ডি। দুজনের প্রেমের গুজবও শোনা গিয়েছিল। গত বছর লিয়েন্দ্রো ও তার অ্যাকাউন্ট্যান্টের একটি কথোপকথন ফাঁস হয়েছিল। যেখানে মাদক কারবারিকে বলতে শোনা গিয়েছিল, তার স্ত্রী যদি ল্যান্ডির সম্পর্কে জানতে পারে তাহলে সব শেষ হয়ে যাবে। প্রসঙ্গত, বছর খানেক আগে ইকুয়েডরের জেলে লিয়েন্দ্রোর মৃত্যু হয়। শোনা গিয়েছিল, জেলের দাঙ্গার সময় গুরুতর আহত হয় সে। তার জেরেই মৃত্যু। এবার প্রাণ হারালেন ল্যান্ডি।
prothomasha.com
Copy Right 2023