২১. নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?
ক. মধ্যগতি খ. ঊর্ধ্বগতি
গ. নিম্নগতি ঘ. স্থির অবস্থা
নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলাশদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। একদিন পলাশ তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।
২২. উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?
ক. পার্বত্য অবস্থায় খ. নিম্নগতিতে
গ. মধ্যগতিতে ঘ. ঊর্ধ্বগতিতে
২৩. উদ্দীপকে উল্লিখিত নদীর বর্তমানে—
i. উপত্যকা গভীর
ii. নিম্নক্ষয় বন্ধ
iii. নদীবাহিত বালুকণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
খ. তলদেশ ক্ষয়ের ফলে
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে
২৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড খ. খরস্রোত
গ. জলপ্রপাত ঘ. গিরিখাত
prothomasha.com
Copy Right 2023