নীলফামারীর ডিমলায় স্কয়ার ক্লিনিকে ভুল চিকিৎসায় তাসলিমা আকতার তুলি (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।সোমবার (৩ জুন) অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দেয় প্রশাসন।মৃত তাসলিমা আকতার তুলি উপজেলার শালহাটী এলাকার আসাদুজ্জামান আসাদের স্ত্রী।স্বজনরা জানান, শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে তুলির সিজারিয়ান অপারেশন হয়। পরে চিকিৎসকরা জানান, মা ও নবজাতক উভয়েই ভালো আছে। অপারেশন শেষে ৯টার দিকে তাকে পোস্ট অপারেটিভ রুমে নেয়া হয়। তবে অপারেশনের দু’ঘণ্টা পর তারা জানান, তুলির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। পরে রংপুর হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রীর মৃত্যু প্রসঙ্গে আসাদুজ্জামান আসাদ বলেন, তুলির সিজারিয়ান অপারেশন করা হয়। চিকিৎসকের কাছে সার্বিক অবস্থা জানতে চাইলে তারা জানায় রোগী এবং নবজাতক উভয়েই ভালো আছে। তবে কিছুটা ব্লিডিং হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন(ভারপ্রাপ্ত) ডা.মোঃ আবু হেনা মোস্তাফা কামাল বলেন, ক্লিনিকটি লাইসেন্সবিহীন, গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ ক্লিনিক পরিচালনা করায় এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে ছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ক্লিনিকটি সিলগালা করে দিয়েছি।
মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে, তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
prothomasha.com
Copy Right 2023