সিরাজগঞ্জের তাড়াশে ভুট্টার জমি থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাকে তাড়াশের ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর নবজাতককে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে উপজেলা সমাজসেবা কার্যালয়ে তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের চড়হামকুড়িয়া গ্রামের পূর্ব পাশের ফসলি মাঠের ভুট্টা ক্ষেত থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের চড়হামকুড়িয়া গ্রামের শামীম রেজার স্ত্রী লাবনী খাতুন ছেলেকে নিয়ে বোরো ধানের জমি দেখতে যান। ধানের জমির পাশে ভুট্টার ক্ষেতে তারা শিশুর কান্নার আওয়াজ পান।কান্নার শব্দ শুনে কাছে গিয়ে নবজাতককে দেখতে পান লাবনী খাতুন। বাড়ি ফিরে বিষয়টি জানালে স্বামী শামীম রেজাসহ এলাকার লোকজন ভুট্টার ক্ষেত থেকে ওই মেয়ে নবজাতককে উদ্ধার করেন।
prothomasha.com
Copy Right 2023